দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হিরো আলম, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৭ এএম
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হিরো আলম, অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর আফতাবনগরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আলোচিত কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মোটরসাইকেলে আসা একদল তরুণ তার ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হামলাকারীরা হিরো আলমকে মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি। তিনি বলেন, ‘‘ডাক্তাররা জানিয়েছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক। সবার কাছে দোয়া চাই, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট। মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। আক্রমণের সময় তার পরনের টি-শার্ট ছিঁড়ে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে