নির্বাচনে পুলিশের সক্ষমতা তৈরি ও ফ্যাসিস্ট মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৫ পিএম
নির্বাচনে পুলিশের সক্ষমতা তৈরি ও ফ্যাসিস্ট মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: আইজিপি

বৈষম্যবিরোধী আন্দোলনের পর পুলিশ যে ভঙ্গুর অবস্থায় ছিল, সেই অবস্থান থেকে গত এক বছরে অনেকটাই পরিবর্তন হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে স্বতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা তৈরি করা এবং ফ্যাসিস্ট শক্তির মোকাবিলা করা দেখছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় রাজধানীর পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ‘‘জুলাই-আগস্টের আন্দোলনের সময় পুলিশ যে ভঙ্গুর অবস্থায় ছিল, সেখান থেকে বর্তমান অবস্থানে পৌঁছানোই একটি বড় চ্যালেঞ্জ। আমরা চাই অন্তত নির্বাচনের সময়ে পরিবেশ নিরপেক্ষ ও উৎসবমুখর হোক। আমাদের সক্ষমতা দিয়ে আমরা সেটি করতে পারব বলে বিশ্বাস করি।’’

নির্বাচনে বিরোধী শক্তি উপস্থিতির প্রশ্নে তিনি বলেন, ‘‘এখন এখানে অনেক দল, গোষ্ঠী ও লোক রয়েছে। যারা পরাজিত ফ্যাসিস্ট, তারা স্বাভাবিকভাবেই একটি বিরোধী শক্তি হিসেবে উপস্থিত থাকতে পারে।’’

দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত তথ্য তুলে ধরে আইজিপি জানান, দেশের ৩১ হাজার ৬৫০টি পূজামণ্ডপে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিভিন্ন পূজামণ্ডপে গতকাল পর্যন্ত ৪৯টি ঘটনা ঘটেছে, যেগুলোর মধ্যে ১৫টি মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘‘ছোট ইস্যু দেখলেই আমরা সেখানে পৌঁছে ব্যবস্থা নিচ্ছি।’’

খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় মামলা প্রসঙ্গে আইজিপি জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর দুজন পলাতক। তিনি বলেন, ‘‘মামলার পরও কিছু গোষ্ঠী বিষয়টিকে ইস্যু করার চেষ্টা করছে।’’

জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, মোট ১ হাজার ৭৬৯টি মামলার মধ্যে ৫৫টি মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দিয়েছে। এর মধ্যে ১৮টি হত্যা মামলা এবং ৩৭টি অন্যান্য মামলা। বাকিগুলোর তদন্ত শেষ করতে প্রায় এক বছর সময় লেগেছে। বাকি মামলার তদন্ত শেষ হওয়ার সময় নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।

আইজিপি বাহারুল আলমের বক্তব্যে পরিষ্কার, পুলিশ সামর্থ্য তৈরি করে নির্বাচনকে সুষ্ঠু করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় এবং আগামি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

আপনার জেলার সংবাদ পড়তে