খাগড়াছড়ির পরিস্থিতি এখন শান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৩ পিএম | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৩ পিএম
খাগড়াছড়ির পরিস্থিতি এখন শান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়ির সাম্প্রতিক সহিংসতা নিয়ে উদ্বেগের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্তমানে পাহাড়ের পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেখানকার অবস্থার উন্নতি হয়েছে। তাঁর মতে, অশান্তি সৃষ্টির চেষ্টা সত্ত্বেও ধর্মীয় উৎসব পালনে বড় কোনো বাধা হয়নি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার সচিবালয়ে খাগড়াছড়ির গুইমারায় ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন। তিনি বলেন, কয়েকটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে চেয়েছিল হিন্দু সম্প্রদায়ের মানুষরা যেন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালন করতে না পারে। তবে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি আরও জানান, যারা ফ্যাসিবাদী কায়দায় এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে খাগড়াছড়ি শহরে এখনও ১৪৪ ধারা বলবৎ আছে। প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি চালানো হচ্ছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকলেও জুম্মা ছাত্র-জনতার অবরোধ শিথিল করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে