রাবিতে পশু-পাখির সেবায় ছাত্রদল প্যানেল

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০৪:০৪ পিএম
রাবিতে পশু-পাখির সেবায়  ছাত্রদল প্যানেল
শারদীয় দুর্গাপূজার ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সেখানে থাকা পশুপাখিগুলো। আবাসিক হলগুলোর ডাইনিং-ক্যান্টিন ও ক্যাম্পাসের হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকায় উচ্ছিষ্ট খাবার না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণী। এমন সময় ক্ষুধার্ত এসব পশুপাখির পাশে দাঁড়িয়েছেন রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কুকুর ও বিড়ালকে খাবার খাওয়াতে দেখা যায় ছাত্রদল মনোনীত প্রার্থীদের। এ সময় প্যানেল সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপূজার ছুটি শুরু হওয়ার পর টানা চারদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রান্না করা খাবার দিয়ে ক্ষুধার্ত পশুপাখিদের খাওয়াচ্ছেন। ক্যাম্পাস না খোলা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন তারা। খাবারের তালিকায় রয়েছে ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ বিভিন্ন পুষ্টিকর খাবার, যাতে প্রাণীগুলো সুস্থ থাকতে পারে। পাশাপাশি, অসুস্থ ও আহত প্রাণীদের জন্য ওষুধ ও চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। ক্যাম্পাসে অবস্থানরত কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীরা সাধারণত শিক্ষার্থী ও কর্মচারীদের দেওয়া খাবারের উপর নির্ভরশীল। কিন্তু ছুটির কারণে তারা চরম খাদ্যসংকটে পড়েছে। এই পরিস্থিতিতে তাদের সহায়তায় এগিয়ে এসেছে ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল। জিমনেসিয়ামের সামনে কুকুর-বিড়ালকে খাবার খাওয়াতে দেখা যায় বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদপ্রার্থী মাসুম বিল্লাহকে। তিনি বলেন, ‘আমরা যা খেতাম, তার উচ্ছিষ্ট অংশটুকু এই পশুপাখিগুলো খেত। কিন্তু এখন ক্যাম্পাস বন্ধ থাকায় তারা মারাত্মক কষ্টে আছে। তাই গত চারদিন ধরে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ক্যাম্পাস না খোলা পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাব।’ রাকসুতে পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মো. আর-রাফি বলেন, ‘আমার নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ক্যাম্পাসে পশুপাখির পাশে দাঁড়ানো। আমি নির্বাচিত হলে এ বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাব। এছাড়া ক্যাম্পাসের অনেক ক্যান্টিন ও দোকান উচ্ছিষ্ট খাবার পশুপাখিকে না দিয়ে বিক্রি করে দেয়—এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’ এ বিষয়ে জানতে চাইলে ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, ‘ক্যাম্পাস বন্ধ হওয়ার পর থেকে কুকুর-বিড়ালগুলো কোনো খাবার পাচ্ছে না। তাই ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল পশুপাখির পাশে দাঁড়িয়েছে। পশুপাখিও আমাদের সমাজের অংশ। আমরা সবাইকে আহ্বান জানাই—এসব নিরীহ প্রাণীদের পাশে দাঁড়ান।’ এ উদ্যোগ প্রসঙ্গে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘প্রশংসা পাওয়ার জন্য নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ক্যাম্পাস বন্ধ থাকায় পশুপাখিরা মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল একটি মানবিক সংগঠন এই জায়গা থেকেই আমরা কাজ করছি।’
আপনার জেলার সংবাদ পড়তে