সোমবার থেকে ইসির সংলাপ: প্রথম দিন সাংবাদিক, পরদিন বিশেষজ্ঞ ও নারী নেত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৫, ০১:১৬ এএম
সোমবার থেকে ইসির সংলাপ: প্রথম দিন সাংবাদিক, পরদিন বিশেষজ্ঞ ও নারী নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) এবার সংবাদমাধ্যম, নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসছে। বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এই মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসির নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের সঙ্গে এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ হবে। এর পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

গত ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। পূজার ছুটির বিরতি শেষে আবারও ধারাবাহিকভাবে বিভিন্ন অংশীজনের মতামত নিচ্ছে সংস্থাটি।

আমন্ত্রিতদের কাছে পাঠানো চিঠিতে ইসি জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সবার প্রত্যাশা। ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারেন, সে জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে যুগোপযোগীভাবে আইন ও বিধি সংশোধন করা হচ্ছে এবং প্রশিক্ষিত জনবল নিয়োজিত থাকবে।

চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় নির্বাচনের মতো বৃহৎ কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পাদনে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নারী নেত্রী, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক ও মুক্তিযোদ্ধাসহ সবার মতামত প্রয়োজন।

ইসি জানিয়েছে, এই সংলাপ কার্যক্রম এক থেকে দেড় মাস ধরে চলবে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও চলতি মাসেই বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে। সাংবিধানিক সংস্থাটি জানিয়েছে, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং রোজার আগে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে