জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই, ফেব্রুয়ারিতেই ভোট: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০১:১০ এএম
জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই, ফেব্রুয়ারিতেই ভোট: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনের নির্ধারিত সময়সূচি নিয়ে কোনো শঙ্কা বা অনিশ্চয়তা নেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহল, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের পূর্ণ সমর্থন রয়েছে।

ফখরুল বলেন, বিদেশ সফরে গিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং এতে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি সমর্থন আরও সুদৃঢ় হয়েছে। জাতিসংঘ অধিবেশনের বাইরেও প্রবাসীদের উপস্থিতিতে বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন, যা জাতীয় ঐক্যের একটি দৃষ্টান্ত তৈরি করেছে। বিএনপি মহাসচিব মনে করেন, গণতন্ত্রের স্বার্থে এ ধরনের সংলাপ ও আলোচনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সফর চলাকালে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা বড় করে দেখার কিছু নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের পথচলা এগিয়ে নিতে দল প্রস্তুত এবং ফেব্রুয়ারিতেই নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে