কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানে আসামীসহ ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ফোন, সীমকার্ড, নগদ অর্থ এবং বিপুল পরিমাণ নকল বিড়ি উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ৩ অক্টোবর ভোরে অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর নির্দেশনায় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। আটক কৃতরা হলো মোঃ রাজু আহমেদ (২৮), মোঃ জালাল মন্ডল (৫২) ও মোঃ সুখ চান আলী (৩৫)। তাদের কাছ থেকে ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, দুইটি সীমকার্ড এবং নগদ ১৫,৫৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিনিসপত্রের আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় ৭ লাখ ৩৫ হাজার ৯০ টাকা।
এছাড়াও ভেড়ামারা উপজেলাধীন বার মাইল হাইওয়ে রাস্তায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৯০৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯৭ হাজার ২০০ টাকা।
মোট অভিযানে উদ্ধারকৃত মাদক ও চোরাচালানী মালামালের সিজার মূল্য প্রায় ১২ লাখ ৩২ হাজার ২৯০ টাকা। আটক তিন আসামিকে মাদকদ্রব্য, চোরাচালানী মালামাল ও মোটরসাইকেলসহ দৌলতপুর থানায় মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে। অপরদিকে মালিকবিহীন নকল বিড়ি ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা রাখা হয়েছে ধ্বংসের উদ্দেশ্যে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।