সেনবাগে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৩:০১ পিএম
সেনবাগে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সেনবাগে পুকুরের পানিতে ডুবে জান্নাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জান্নাত উপজেলা কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের ওয়াসেক পাটোয়রী বাড়ির আবু সাঈদের ছোট মেয়ে। শনিবার সকাল ১০টারদিকে শিশু জান্নাত পরিবারের সদস্যদের অজান্তে খেলা করতে গিয়ে পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে মারা যায। দীর্ঘ ক্ষনেও শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে এক পর্যায়ে পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিন বোনের মধ্যে জান্নাত ছিলো সকলের ছোট। শিশুটির মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে