তালার ঘেরে মাছ আর আইলের মাচায় সবজি, কৃষির নতুন কাব্য

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৪:৩২ পিএম
তালার ঘেরে মাছ আর আইলের মাচায় সবজি, কৃষির নতুন কাব্য

সাতক্ষীরার তালা উপজেলায় আজ প্রকৃতির এক অপরূপ মিলন দৃশ্য চোখে পড়ে-ঘেরে মাছ, আর আইলের ওপর মাচা পদ্ধতিতে সবজি। লাউ, কুমড়া, করলা, বেগুন, পুঁইশাক-সবুজের সমারোহ যেন বাতাসে নাচছে। ঘেরের জলরাশি আর মাচায় ঝুলন্ত সবজিগুলো যেন দেখাচ্ছে স্বাবলম্বী কৃষকের নতুন স্বপ্ন।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দু’পাশে চোখে পড়ছে এই সবুজ চাদরের নৈসর্গিক সৌন্দর্য। একই জমির বহুমুখি ব্যবহার এখন শুধু আয় নয়, দেশের খাদ্য চাহিদা মেটানো ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন বাতাস বইয়ে দিচ্ছে। তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকায় ২৭৬ হেক্টর জমিতে এই সমন্বিত চাষ ছড়িয়ে পড়েছে।

তালা উপজেলার মিঠাবাড়ি, নগরঘাটা ও শাকদাহ বিলের মৎস্য ঘেরগুলো যেন প্রাণের ছন্দে ভরপুর। ঘেরের পানির তলে মাছ, আর উপরে মাচায় লাউ, কুমড়া, করলা, খিরাই, পুঁইশাক-প্রতিটি সবজি যেন কৃষকের আশা-আকাঙ্ক্ষার গল্প শোনাচ্ছে। হাজার হাজার করলা ঝুলছে মাচায়, শত শত লাউ ও কুমড়া সোনালি সম্ভাবনার প্রতীক। ঘেরের বেড়িবাঁধের ওপর পুঁইশাক, ঢেঁড়শ এবং কিছু ঘেরে তরমুজ চাষের দৃশ্য যেন প্রকৃতিকে আরও প্রাণবন্ত করেছে।

স্থানীয় কৃষক শহিদুল ইসলাম বলেন, “আমার তিন বিঘা ঘেরের মাচা পদ্ধতিতে চাষে মাছের সঙ্গে সবজি উৎপাদন চলবে মাঘ মাস পর্যন্ত। পানি শুকিয়ে গেলে ধান রোপণ করব। খরচ মাত্র ছয় হাজার টাকা, আয় অর্ধ লক্ষ টাকা ছাড়িয়েছে। এটি আমাদের জীবনের আশা ও সমৃদ্ধির সোপান।”

কৃষক প্রতাপ কুমার বলেন, “মাচা একবার তৈরির খরচ, তবে দুই-তিন বছর পরপর প্রয়োজন হয়। এতে লাভের পরিমাণ কয়েক গুণ বাড়ে। এ চাষ শুধু অর্থ নয়, আমাদের স্বাবলম্বী হওয়ার বার্তা দেয়।”

কৃষক তরিকুল ইসলাম, স্বপন মন্ডল, মহিতোষ মন্ডল, অসিত কুমার মন্ডল, তবিবুর রহমান, আমানউল্লাহ-সবাই ঘেরের আইলে এই সমন্বিত চাষে নতুন সম্ভাবনার গল্প রচনা করছেন। দূরে চোখ গেলে শুধু সবুজ, সবুজ আর সবুজ-এক মনোরম, অনন্য দৃশ্য।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, “মৎস্য ঘেরের আইলে মাছ ও সবজি একসাথে চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সমন্বিত এই পদ্ধতি কৃষিতে নতুন দিগন্ত খুলেছে। আমরা সব সময় তদারকি করছি, যাতে এই বিপ্লব আরও ছড়িয়ে পড়ে।”

আপনার জেলার সংবাদ পড়তে