নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহিষবাথান মোড়, কালুশহর বাজার, পীরগঞ্জ বাজার প্রভৃতি স্থানে এসব প্রচারণা চালানো হয়।
প্রচারণায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি গত জাতীয় সংসদ নির্বাচেনে ধানের শীষের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম বুলেট। এসময় অন্যদের মধ্যে উপেেজলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক সোহেলুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক মতিবুল ইসলাম লিটন, সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুুবদল নেতা এরশাদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য আতিকুর রহমান আতিক প্রমুখ তার সঙ্গে ছিলেন।
তারা সেখানে হাটুরে, বিভিন্ন দোকানী ও সাধারণ মানুষের কাছে গিয়ে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট ভিক্ষা করেন। গত এক সপ্তাহ ধরে উপজেলা বিএনপির নেতারা মহাদেবপুর উপজেলার ১০টি ও বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে এ ধরণের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানে নির্দেশে আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছি। যেহেতু নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়নি, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট ভিক্ষা করছি। আমরা বেগম খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে, ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি।”