প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৪:৫১ পিএম
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতাদের একটি প্রতিনিধিদল। রোববার (৫ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৌদ্ধ নেতারা প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য তুলে ধরে ড. ইউনূসকে শুভেচ্ছা জানান এবং তাঁকে বৌদ্ধ বিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান। এ সময় রাজধানীর উত্তরায় বৌদ্ধ সম্প্রদায়ের শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ দেওয়ায় তাঁরা প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৌদ্ধ নেতারা বলেন, বিষয়টি সরকারের নজরে আনার পর মাত্র ১০ দিনের মধ্যেই শ্মশানের জন্য জমি বরাদ্দ করা হয়েছে, যা এক ঐতিহাসিক পদক্ষেপ। আগে ঢাকায় কোনো বৌদ্ধ ধর্মাবলম্বীর মৃত্যু হলে শেষকৃত্যের জন্য চট্টগ্রাম যেতে হতো; এখন রাজধানীতেই সেই ব্যবস্থা হয়েছে—এটি ধর্মীয় সহাবস্থানের একটি বড় উদাহরণ।

বৈঠকে বৌদ্ধ সম্প্রদায়ের আসন্ন ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবরদান উদযাপনের প্রস্তুতি নিয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। পাশাপাশি সার্বক্ষণিক সহযোগিতার জন্য ধর্ম মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বৌদ্ধ নেতারা।

এ সময় তাঁরা তীর্থযাত্রার জন্য সরকারি ব্যবস্থাপনা গ্রহণ, বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্করের নামে একটি সরকারিভাবে স্বীকৃত জ্ঞানচর্চা কেন্দ্র প্রতিষ্ঠা, এবং ধর্মীয় গবেষণার সুযোগ সম্প্রসারণের দাবি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতির ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে