৩ হাজার মিটার জালে অগ্নিসংযোগ

বাবুগঞ্জে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে ১ জেলের জরিমানা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৭:১৭ পিএম
বাবুগঞ্জে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে ১ জেলের জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সরকারি নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে এক মৌসুমি জেলেকে আটক ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদের নেতৃত্বে সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মৃত আব্দুল হক মৃধার পুত্র রফিকুল ইসলাম মৃধা (৪৫) নামে এক মৌসুমি জেলেকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফারুক আহমেদ আটক রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে জব্দকৃত জাল নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন ও বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “মা ইলিশ রক্ষায় বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে