'শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি' এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই দিন সকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশ্ব শিক্ষক দিবসের র্যালি অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সভাপতি ও বাঙ্গড্ডা বাদশা মিয়া -্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ছালাহ উদ্দিন -^পনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস মিয়া ও নাঙ্গলকোট উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান।
নাঙ্গলকোট উপজেলা প্রধান শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার -^পনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, মন্তলী ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সামছুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মাহবুবুল হক, প্রধান শিক্ষক পরিষদ সভাপতি আবুল কালাম, নাঙ্গলকোট উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাহবুবুল হল মজুমদার, কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসা সুপার মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেন, নাঙ্গলকোট উপজেলা মাদরাসা শিক্ষক পরিষদ সভাপতি মাওলানা খুরশিদ আলম, চৌকুড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়েদুল হক প্রমুখ।