টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। রোববার (১ অক্টোবর) সকাল থেকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আঃ কদ্দুস, সদস্য মোঃ আবু জাফর, প্রচার সম্পাদক মোঃ পায়েল রানা ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আঃ কুদ্দুস প্রমুখ।
নেতৃবৃন্দ জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবি অনুযায়ী নিয়োগ বিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ অন্যান্য দাবির বাস্তবায়নের জন্য তারা এ কর্মবিরতিতে অংশ নিয়েছেন।