ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে যায়নি

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:৩৩ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে যায়নি

আমরা বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেও ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটাতে না পারলেও এদেশের ছাত্র-জনতা তাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছেন। সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য ছাত্র জনতা নির্মমভাবে শহীদ হয়েছেন এবং আহত হয়ে জীবন যন্ত্রণায় চিকিৎসাধীন রয়েছেন। ষড়যন্ত্রকারীদের সেই ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। সেই ষড়যন্ত্র মোকাবেলা আমাদের প্রস্তুত থাকতে হবে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা জেলায় যাওয়ার পথে যশোরের ঝিকরগাছা সড়ক সেতুর ৬ তলার মোড়ে পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক হারুনার রশিদের সভাপতিত্বে পথ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর যশোর -২ (ঝিকরগাছা - চৌগাছা) সংসদ সদস্য প্রার্থী মাওলানা আরশাদুল আলম, সাবেক জামাতের সংসদ সদস্য মকবুল হোসাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলীম সহ চৌগাছা এবং ঝিকরগাছার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। কয়েক সহস্রাধিক মানুষ তার বক্তব্য শোনার অপেক্ষায় বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে