আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৬ এএম : | আপডেট: ১৭ মার্চ, ২০২৫, ০৭:৩৩ পিএম
আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

সম্প্রতি বাজে সময় পার করছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। তাই বিশ্বকাপের টিকিট পেতে আগামী বছরের প্রতিটি ম্যাচই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে প্রতিটি দেশ। ব্রাজিল এই পর্যন্ত ৫টি জয়, ৪টি হার এবং ৩টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে আগামী বছর ৬টি ম্যাচ খেলতে ব্রাজিল। মার্চ উইন্ডোতে ২১ তারিখ কলম্বিইয়ার বিপক্ষে ও ২৬ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৫ জুন ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। একই মাসের ১০ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। ১০ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। তাই এখনও সুযোগ থাকলেও, বেশ সতর্ক থাকতে হবে সেলেসাওদের।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW