জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংস্কারের মধ্য দিয়েই নির্বাচন হতে হবে: জামায়াত নেতা তাহের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ১১:৪২ এএম
জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংস্কারের মধ্য দিয়েই নির্বাচন হতে হবে: জামায়াত নেতা তাহের

যুক্তরাষ্ট্র থেকে ফিরে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্যতা হারাবে এবং প্রশ্নবিদ্ধ হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আমি কোনো শঙ্কা দেখি না। তবে নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন অপরিহার্য। সেই সনদের আইনি ভিত্তি দিয়েই সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন হতে হবে। অন্যথায় জনগণ সেটিকে সঠিক অর্থে গণতান্ত্রিক নির্বাচন হিসেবে গ্রহণ করবে না।”

তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক ও জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার এখন সময়ের দাবি। কিন্তু অতীতের অভিজ্ঞতা বলে, সংস্কারহীন কোনো নির্বাচনই দেশের স্থিতিশীলতা আনতে পারে না। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই রাজনৈতিক অচলাবস্থার সমাধান দিতে পারে।”

নিজের নামে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব প্রসঙ্গে জামায়াত নেতা তাহের বলেন, “আমি জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশ হিসেবে গিয়েছিলাম। চিকিৎসার প্রয়োজনেও কিছু সময় ছিলাম। অথচ আমার নামে নানা গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এখন তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানো যায়—এগুলো মানুষ বুঝে ফেলেছে।”

তিনি উদাহরণ টেনে বলেন, “আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকেও নিয়ে নাচগানের ভিডিও বানানো হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক।”

প্রসঙ্গত, জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলের সঙ্গে পাঁচ রাজনৈতিক নেতা অংশ নেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানরত জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান সেখান থেকে প্রতিনিধিদলে যোগ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে