মণিরামপুরের ঐহিত্যবাহী স্বরলিপি সংগীত একাডেমি, সংকেত সংগীত একাডেমি ও আইনি সহায়তা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির পরিচিত সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। তিন একাডেমির যৌথ উদ্যোগে শুক্রবার রাতে পৌরসভা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংকেত সংগীত একাডেমির সভাপতি সন্তোষ স্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান মফিজ, অ্যাডভোকেট মকবুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, বাজার কমিটির সভাপতি তুলসি বসু, সাধারন সম্পাদক রবিউল ইসলাম মিঠু, ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন।
কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্বরলিপি সংগীত একাডেমির সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন।