তানোরে কেমিস্ট ও ড্রাগিষ্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:৪২ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
তানোরে কেমিস্ট ও ড্রাগিষ্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত

রাজশাহীর তানোর উপজেলা কেমিস্ট ও ডাগিষ্ট ড্রাগিষ্ট সমিতির কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে হক ফার্মেসীর স্বত্বাধিকারী আব্দুল মান্নানকে সভাপতি ও নয়ন মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী নয়ন কুমারকে সিনিয়র সহ-সভাপতি মন্ডল ফার্মেসীর স্বত্বাধিকারী আব্দুস সোবহান মন্ডল দিলিপকে সহসভাপতি ও এলাহী ফার্মেসীর স্বত্বাধিকারী সামিম রেজাকে সহসভাপতি করে ১৭সদস্য বিশিষ্ট তানোর উপজেলা কেমিস্ট ও ড্রাগিষ্ট সমিতির কমিটি গঠন করা হয়।  শুক্রবার দুপুরে তানোর গোল্লা পাড়া বাজারস্থ শিল্পী টাওয়ার হল রুমে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে সাবেক সভাপতি আব্দুস সোবহান দিলিপের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সহসভাপতি শামিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান প্রমুখ।  সার্বিক সহযোগিতায় ও অনুষ্ঠান পরিচালনা করেন এলাহি  ক্লিনিক  ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও ফার্মাসিউটিক্যাল রিপ্রেসেন্টেটিভ সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি শামীম চৌধুরী, এসময় তরিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকার ফার্মেসী মারিকগন উপস্থিত ছিলেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে