৩০ নভেম্বর শনিবার জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান সাতক্ষীরায় আগমন করবেন। সকালে রোকন সম্মেলন ও বেলা দুইটায় সরকারি হাই স্কুল মাঠে কর্মী সম্মেলনে বক্তব্য রাখবেন। আমীরে জামায়াতের এ আগমনকে স্বাগত জানিয়ে তালা উপজেলা জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেলে পাটকেলঘাটায় মিছিল ও পদসভা অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটাস্থ তালা উপজেলা জামায়াত অফিস থেকে মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী। সহকারি সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, তালা উপজেলা সূরা সদস্য মাওলানা রেজাউল করিম, মাও জাকির হোসেন, তালা উপজেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, খলিষখালি ইউনিয়ন আমির শহীদুল্লাহ, নগর ঘাটা ইউনিয়ন আমির মাওলানা মেহেদী হাসান, পাটকেলঘাটা শহর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।