ডিপিএফ-এর সম্পাদকের দায়িত্ব পেলেন মাহবুব খান

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:৫১ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ডিপিএফ-এর সম্পাদকের দায়িত্ব পেলেন মাহবুব খান

ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (ডিপিএফ) মাসিক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সরাইল মহিলা কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ-এর সভাপতি ও সাংবাদিক মো. আরজু। সদস্য মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ডিপিএফ-এর সদস্য, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষক মো. আইয়ুব খান, জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি এস. এম শাহিন, মো. পারভেজ, নারায়ণ চক্রবর্তী, মো. আলমগীর, ঝুমা ঠাকুর, নাঈম মিয়া প্রমূখ। বর্তমান সাধারণ সম্পাক মো. শরীফ উদ্দিনের ব্যক্তিগত সমস্যার কারণে দায়িত্ব পালন করতে সমস্যা হচ্ছে। বিধায় ওই পদে নতুন সম্পাদক পদায়ন করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ডিপিএফ-এর সদস্য মোহাম্মদ মাহবুব খানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ার বিষয়টি অনুমোদিত হয়। এছাড়া  ডিপিএফ-এর কয়েকজন সদস্য পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে সদস্য পদে না থাকার প্রস্তাব দেন। সভাপতি সহ সকলেই প্রস্তাব গুলি গ্রহণ করেন। পরে সভায় উম্মুক্ত আলোচনা সাপেক্ষে সকলের ঐক্যমতের ভিত্তিতে সদস্যদের শুন্য পদে নতুন সদস্য অন্তভূক্ত করণের সিদ্ধান্ত হয়। সবশেষে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ বিষয়ে একটি উঠান বৈঠকে সকলেই অংশ গ্রহণ করেন। পরবর্তীতে  ভবিষ্যতে বাল্যবিয়ে প্রতিরোধে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে আলোচনা করে মানুষকে উদ্ভুদ্ধ করার কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে