গণভোট নির্বাচন পেছানোর কৌশল: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ১১:১৭ পিএম
গণভোট নির্বাচন পেছানোর কৌশল: সালাহউদ্দিন আহমদ

জাতীয় নির্বাচনের সময় গণভোট আয়োজনের প্রস্তাবকে নির্বাচন বিলম্বিত করার প্রয়াস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চৌধুরী।

বুধবার (৮ অক্টোবর) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সমাপনী বক্তব্যে তিনি বলেন, অধিকাংশ দল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছে। কিন্তু গণভোটের তফসিল ঘোষণার আগে হাতে আছে মাত্র এক থেকে দেড় মাস। এই স্বল্প সময়ে এত বড় আয়োজন সম্ভব নয় বলেই মনে করেন তিনি। তাঁর ভাষায়, “গণভোটও জাতীয় নির্বাচনের মতোই বিশাল কর্মযজ্ঞ। ফলে এখন গণভোট আয়োজন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।”

জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “জুলাই সনদ নিয়ে যে ঐকমত্য তৈরি হয়েছে, সেটিই বজায় রাখা জরুরি। এখন আলোচনা চলছে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। নোট অব ডিসেন্ট যেভাবে পেশ করা হয়েছে, তা অঙ্গীকারনামায় উল্লেখ থাকা আবশ্যক। জনগণ জুলাই সনদে রায় দিলেও নোট অব ডিসেন্ট থাকবে।”

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করে বিএনপি তা বাস্তবায়নে সচেষ্ট থাকবে। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, “জুলাই ঘোষণাপত্রকে স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে মিলিয়ে দেখা স্বাধীনতার ঘোষণাপত্রকে ছোট করার শামিল।

আপনার জেলার সংবাদ পড়তে