রাজশাহীতে বিশ্ব ডাক দিবস পালিত

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ১২:৪৫ পিএম
রাজশাহীতে বিশ্ব ডাক দিবস পালিত
জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর এই প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব ডাক দিবস-২০২৫ পালিত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় দিবসটি উপলক্ষে নগরীর লক্ষিপুরের ডাক বিভাগের কার্যালয় সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বিভাগের অফিসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তাগণ বলেন, ডাকবাক্স, ডাকঘর, ডাকপিয়ন এসব শব্দ আজকের যুগে খুব প্রয়োজনীয় না হলেও একসময় মানুষের মন এসবেই পড়ে থাকতো। দিনের পর দিন অপেক্ষা করে থেকেছে ডাকপিয়নের জন্য। সবই এখন আধুনিকতার আলোতে পুরাতন স্মৃতিতে ঠাঁই নিয়েছে। এখন ডিজিটাল যুগে এসে আগের আবেদন হারিয়ে গেলেও ডাক বিভাগকে নিয়ে সময়োপযোগী চিন্তাভাবনা করছে সরকার। সে অনুযায়ী ইতোমধ্যে কিছু কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গত বছরই জানিয়েছিল, বড় চ্যালেঞ্জ ছিলো চিঠিপত্রের যুগ শেষ হওয়ায় দুর্দশাগ্রস্ত ডাক সার্ভিসকে একটা ভাল অবস্থানে নিয়ে যাওয়া। আমরা ইতোমধ্যে সেটা অনেকটা পেরেছি। ই-কমার্সের জন্য ডাকঘর এখন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশব্যাপী ডাকঘরের যে বিশাল অবকাঠামো ও জনবল আছে তা দেশের অন্য যেকোন প্রতিষ্ঠানের নেই উল্লেখ প্রতিষ্ঠানটি আরও জানায়, হিমায়িত খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ক্রেতার হাতে পৌঁছে দিতে ডাকঘরের বিকল্প নেই। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আসাদুল ইসলাম, পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন রিজিওনাল ম্যানেজার ডাক জীবন বীমা। মাহফুজুর রহমান সিনিয়র পোস্টমাস্টার রাজশাহী জিপিও। রাকিব বিশ্বাস ডিপিএমজি রাজশাহী পোস্টাল বিভাগ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ জিয়াউর রহমান, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল, রাজশাহী। এছাড়া পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।