ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের সরকারি অন্নদা স্কুল মাঠে গত শুক্রবার উপজেলা বিএনপি’র সাবেক বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ এক সময় মহা সমাবেশের রূপ ধারণ করে। প্যান্ডেলের সীমানা ছেড়ে সমগ্র মাঠের খোলা জায়গায় স্থান নিতে বাধ্য হয় লোকজন। পূর্ব ঘোষিত এই সমাবেশে বিকেল ৩টার পরই বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা বাধ্যযন্ত্র বাজিয়ে রং বে রং-এর টিশার্ট ক্যাপ পড়ে ব্যানার ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিলে সরাইল সদরে প্রবেশ করতে থাকে। বিকাল সাড়ে তিনটার পর সরাইল পরিণত হয় মিছিলের শহরে। ট্রাক্টর, পিকআপ ভ্যান, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা, মাইক্রোবাস ও প্রাইভেট কারে করে আসতে থাকে লোকজন। এক সময় সভাস্থলে মানুষের ঢল নামে। বিকাল ৪টার পর সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কর্মী সভার অন্যতম আয়োজক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে শুরূ হয় সভা। উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আরিফুর রহমান মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মো: হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপি’র সাবেক সম্পাদক জহিরূল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক মো. মমিনুল হক, শাহবাজপুর ইউপি বিএনপি’র সম্পাদক মো. আমান মুন্সি, ইউপি যুবদলের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন জুয়েল প্রমূখ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সংরক্ষিত আসনের সাবেক এমপি দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও টকশো ব্যক্তিত্ব ব্যারিষ্টার রূমিন ফারহানা প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি শাহবাজপুর থেকে রওনা দিয়ে পথিমধ্যে মানুষের ভালবাসার টান দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। হাজারে হাজারে মানুষ। লাখ লাখ মানুষ। যে দিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। এই ভালবাসা আমার প্রাণের দল জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রাণের নেতা জনাব তারেক জিয়ার প্রতি ভালবাসা। আমরা মাত্র দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। অনেক যুদ্ধ। অনেক লাশ। অনেক ঘুম হয়ে যাওয়া ভাই। অনেক হারিয়ে যাওয়া সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। এমন কোন দিন নাই যে আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি হয় নাই। বাড়িতে শান্তিতে ঘুমাতে ও খেতে পারিনি। কিন্তু মনে রাখবেন সকল জুলুমেরই শেষ আছে। এই দেশের মানুষ তাদের সকল অপকর্মের জবাব দিয়ে দিয়েছে। মানুষের সমর্থন থাকলে নেতা হওয়া যায়। পদ অনেক ভাবেই আসে। কিন্তু নেতা হতে হলে মানুষের ভালবাসা লাগে। মানুষের ভালবাসা ছাড়া কখনো নেতা হওয়া যায় না। আজকে আমার পাশে যারা বসে আছেন। তাদের ডাকে হাজার হাজার মানুষ দৌড়াইয়া আসেন। তাদেরকে সম্মান করেন। ইজ্জত করেন। কারণ মানুষ তাদেরকে ভালবাসে। তিনি বলেন, জনাব তারেক রহমান বলেছেন বর্তমান সরকারকে কোন ভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। বিএনপি’কে ঘিরে ষড়যন্ত্র চলছে। সতর্ক থাকতে হবে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই বিএনপি তার লক্ষ্যে পৌঁছবে ইনশাল্লাহ। নির্বাচন যত দ্রƒত হবে ততই মঙ্গল। আজকে আপনারা সরাইলের ৯টি ইউনিয়নের মানুষ আমাকে যে ভালবাসা ও সম্মান দেখিয়েছেন। আমি যত দিন বেঁচে থাকি আপনাদের এই সম্মান মনে রাখব। আমি আপনাদের এই ঋণ পরিশোধ করব ইনশাল্লাহ। আমি সাড়ে তিন বছর মহিলা এমপি ছিলাম। নির্বাচিত এমপি’র চেয়ে বিশ ভাগের এক ভাগ পরিমাণ বরাদ্ধ পেয়েছি। আর এই বরাদ্ধ দিয়ে সরাইলে কাজ করেছি। আপনাদের ভোটে যদি আমি সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হতে পারি এর চেয়ে ২০ গুণ বেশী বরাদ্ধ দিয়ে সরাইলের উন্নয়নে কাজ করব। তিনি বলেন, আমার ডিও লেটারে মলাইশ-শাহজাদাপুর সড়কের টেন্ডার হয়েছে। কাজ শুরূর অপেক্ষায় আছে। আর একই সড়কের খোয়ালিয়ার পাড়ের খালে ব্রীজ নির্মাণের কাজ চলছে। সরাইল সদরসহ ৯টি ইউনিয়নে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও সড়ক সংস্কারের কাজের উল্লখ করে তিনি বলেন, আশুগঞ্জ ও সরাইলের প্রত্যেকটি ইউনিয়নে ২-৩ টি বড় বরাদ্ধের সড়ক নির্মাণ, সংস্কার, পানিশ্বরের মেঘনায়, পাকশিমুলের জয়ধরকান্দি তেলিকান্দি গ্রামে বেড়িবাধ নির্মাণ করব। দুই উপজেলাকে উপশহর করার চেষ্টা করব। এছাড়া সরাইল সদর ও আশপাশের কয়েকটি ইউনিয়নে গ্যাস সরবরাহের বিষয়টি নিয়ে ভাবছি। শিক্ষার সম্প্রসারণে সরাইলে নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মহিলা কলেজের অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য দিকে দ্রƒত অগ্রসর করতে কাজ করব। আমরা স্বাধীনতার পর এখানে অনেক এমপি মন্ত্রী দেখেছি। কিন্তু উল্লেখযোগ্য কোন উন্নয়ন দেখেছি না। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি আর আমার মা ছাড়া পরিবারে আর কেউ নেই। আপনারাই আমার পরিবার। এই পরিবারের উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমার বাকী জীবনটা এই পরিবারের সদস্যদের সাথেই কাটিয়ে দিতে চাই। আমি কথা দিচ্ছি যদি আপনাদের সরাসরি ভোটে আগামী নির্বাচনে সংসদ সদস্য হতে পারি তবে আমার দেওয়া ওয়াদা পুরণ করতে রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব। তারপরও সরাইলের মাটির সেবা করে যাব। আমি আপনাদের ভালবাসা ও সমর্থন দুটোই চাই। অসিয়ত করছি মৃত্যুর পর যেন বাবার মত আমার লাশটিও সরাইলের মাটিতেই দাফন করা হয়।