দিনজপুরের বিরলে দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা ও পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের দক্ষিণ বালান্দোর যুব সংঘের আয়োজনে চকফসল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম।
ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এবং বিরল মহিলা কলেজ এর জেষ্ঠ প্রভাষক মোঃ মিজানুর রহমান, জেলা প্রচার দলের সাংগঠনিক সম্পাদক তারিফ মাহমুদ'সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী খেলাধুলা এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা, পাতা খেলা দেখতে এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসেন। দিনব্যাপী খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।