নাটোরের বড়াইগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার ধানাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস প্রধান অতিথি হিসাবে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুশী রাণী তাম্বলী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সেক্রেটারী সেলিম হোসেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে। শহরের পথশিশুদের টিকাদানের দায়িত্বে থাকবে বিভিন্ন এনজিও। তিনি সকল অভিভাবককে নিজ নিজ সন্তানের টিকাদানের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।