ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়নের দাবিতে আজ রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করেছেন সিলেটবাসী। সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আহ্বানে এই কর্মসূচি পালিত হয়। কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। ধর্মঘট চলাকালে অধিকাংশ দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল।
সমাবেশে আরিফুল হক বলেন, দীর্ঘদিনের অবহেলায় ঢাকা-সিলেট মহাসড়ক, রেল ও আকাশপথের দুরবস্থা সিলেটবাসীকে জিম্মি করে রেখেছে। তিনি ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাবেন, প্রয়োজনে প্রবাসীদের রেমিটেন্সও বন্ধের ডাক দেওয়া হবে। দাবির মধ্যে রয়েছে: মহাসড়কের দ্রুত সংস্কার, পর্যাপ্ত ট্রেন চালু, কালোবাজারি রোধ, বিমান ভাড়া যৌক্তিক করা এবং অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার টেকসই উন্নয়ন।
এদিকে জেলা বিএনপি আগামীকাল দক্ষিণ সুরমায় গণ-অবস্থান ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি জানা গেছে, আশুগঞ্জ-আখাউড়া চারলেন প্রকল্পের দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট চরমে পৌঁছেছে। সিলেটবাসীর অভিযোগ, বছরের পর বছর অবহেলা ও অদক্ষতায় অঞ্চলটি এখন কার্যত ‘যাতায়াত বিচ্ছিন্ন’ অবস্থায় রয়েছে।