বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম হারুয়া কসাইখানা এলাকায় ঘটনাটি ঘটে। আহত অলিউল্লাহ আহম্মেদ নাবিল (১৭) স্থানীয় মো: দ্বীন ইসলাম কাজলের ছেলে। ঘটনার পর বুধবার (৮ অক্টোবর) রাতে মো: দ্বীন ইসলাম কাজল বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান, প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিবাদিদের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় উল্লেখিত বিবাদীসহ আরোও ৩-৪জন আমার ছেলের উপর হামলা চালায় এবং রামদা দিয়ে কোপ মেরে ডান চোখের উপর কাটা রক্তাক্ত জখম করে।
মো: দ্বীন ইসলাম কাজলের ভাষ্য, “আমার ছেলে নাবিলকে আসামিদের বাড়িরে পাশের রাস্তায় পেয়ে তার সাথে অহেতুক কথাবার্তা বলতে থাকে। সে অহেতুক কথার কারন জানতে চাইলে তাকে গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে তিতাস আমার ছেলেকে রামদা দিয়ে কোপ মেরে ডান চোখের উপর কাটা রক্তাক্ত জখম করে। আমার ছেলে মাটিতে লুটিয়ে পড়লে অন্যরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
কিশোরগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।