কয়রায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:৫৪ পিএম
কয়রায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ নদের গোবরা, ঘাটাখালি, হরিণখোলা ও ২নং কয়রা গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা হতে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ সহ ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩) অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় হরিণখোলা বেঁড়িবাধে স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাই, স্থানীয় সমাজ সেবক শেখ রাশেদ, শেখ কেরামত আলী, আবু হানিফা প্রমুখ। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ গ্রহন করেন। বক্তারা বলেন, এক শ্রেনীর অসাধু চক্র প্রতিনিয়ত বালু উত্তোলন করছে। এটি বন্ধের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে