কর্মবিরতিতে পবার ডাঙ্গেরহাট মহিলা কলেজের শিক্ষকরা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৯:২৮ পিএম
কর্মবিরতিতে পবার ডাঙ্গেরহাট মহিলা  কলেজের শিক্ষকরা
রাজশাহীর পবায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়েছে। সরকারের আশ্বাস বাস্তবায়ন না হওয়া এবং রাজধানীতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছেন রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গেরহাট মহিলা কলেজের শিক্ষকবৃন্দ। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ডাঙ্গেরহাট মহিলা কলেজ হলরুমে কর্মবিরতি পালনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মো. আসলাম আলি। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক আজিজা গুলশান, আলিফ লাম মিম ইয়াসমিন, মোসা: রাশিদা বেগম, জান্নাতুল ফেরদৌস, মো: আসাদুজ্জামান, এম এ শাহাদাত হোসেনসহ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। ডাঙ্গেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলি বলেন, কলেজের শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে তারা ক্লাসে যাননি। তিন দফা দাবির পক্ষে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।
আপনার জেলার সংবাদ পড়তে