রংপুরকে অবিলম্বে প্রদেশ ঘোষণার দাবিতে

রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫, ০৪:০৯ পিএম
রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলন

রংপুরের ৮টি জেলা নিয়ে রংপুরকে পৃথক প্রদেশ হিসেবে ঘোষণার দাবিতে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে রংপুরের জুলাই চত্বর প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদী। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক এবিএম মশিউর রহমান এবং সদস্য সার্জেন্ট (অব.) আতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে