কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের সম্ভাব্য এমপি প্রার্থী সাবেক পৌর মেয়র ও বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া দুই উপজেলার হোন্ডা শোভাযাত্রা ও লিফলেট বিতরণ এবং বিভিন্ন স্থানে পথসভায় গত সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করাই তার একমাত্র লক্ষ্য। তিনি বাজিতপুর-নিকলীর বিভিন্ন বাজারে ও পাড়া মহল্লায় লিফলেট বিতরণ কালে বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ সরকার বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। একই সঙ্গে গত ১ যুগ জনগণকে ভোট প্রক্রিয়া থেকে বঞ্চিত করেছে। এরই ধারাবাহিকতায় ২০১১ সালে তিনি বাজিতপুুর পৌর সভার মেয়র ছিলেন। পরবর্তীতে দুইবার তিনি দলীয় ভাবে মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু বাজিতপুর নিকলী আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন তার ভাই আনোয়ার হোসেন আশরাফ দুইবার অবৈধ ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে পৌরবাসীকে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করে নির্বাচিত হয়েছেন। এরই সাথে এই দুইবার নির্বাচনে তিনি অংশগ্রহণ করলেও তার কর্মী সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে বিভিন্ন নির্বাচনী কেন্দ্র থেকে বের করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। গত সোমবার বাজিতপুর বাজার থেকে দুপুরে সহস্রাধিক হোন্ডা শোভাযাত্রা করে বাজিতপুর উপজেলার ১১ টি ইউনিয়নে বিভিন্ন জায়গায় পথসভা করেন। পরে পড়ন্ত বিকালে নিকলীর বিভিন্ন স্পটে পথসভা ও বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, বিএনপি নেতা জহিরুজ্জামান জহিরসহ বিভিন্ন ওয়ার্র্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে তার বাবা প্রয়াত সাবেক চার বারের মেয়র আব্দুল্লাহ বুরহান কুফিয়া ২৮ বছর বাজিতপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তার চাচা এবং তিনি একবার আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচিত হন।