মিরপুর ট্র্যাজেডিতে তারেক রহমানের শোক ও সুষ্ঠু তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০২:৩৮ এএম
মিরপুর ট্র্যাজেডিতে তারেক রহমানের শোক ও সুষ্ঠু তদন্তের দাবি

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তারেক রহমান বলেন, “এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোকের পাশাপাশি বহু প্রশ্নের জন্ম দেয়। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করতে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেন অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।” তিনি কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, “নিখোঁজদের স্বজনদের কান্না আর উদ্বেগের মধ্যে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা জরুরি।”

এদিকে আলাদা এক শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “অগ্নিকাণ্ডে হতাহতের এমন হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু কোনো সুষ্ঠু সমাধান দেখা যায় না। তদন্ত কমিশন গঠিত হলেও তার ফলাফল জনসমক্ষে আসে না।”

তিনি কলকারখানায় নিরাপত্তা জোরদার এবং কর্মীদের জীবনের ঝুঁকি কমাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপির মহাসচিব।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং একে একে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং তিনজন দগ্ধ শ্রমিককে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে