টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনালে উঠলো প্রোটিয়ারা

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৩ এএম : | আপডেট: ১৭ মার্চ, ২০২৫, ০৭:৩৩ পিএম
টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনালে উঠলো প্রোটিয়ারা

শেষটা রোমাঞ্চকর হবে এমনটাই প্রত্যাশিত ছিল। প্রত্যাশার ষোলকলা পূর্ণ করল সেঞ্চুরিয়ন টেস্ট। ২ উইকেটের রোমাঞ্চে ঠাসা জয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাদের জন্য এটিই হতে যাচ্ছে প্রথম ফাইনাল। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে প্রোটিয়া ব্যাটারদের ভুগিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। ক্রিজে থিতু হয়ে যাওয়া এইডেন মারক্রামকে দলের ৬২ রানের মাথায় ফেরান আব্বাস। ৬৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মারক্রাম। মারক্রাম বিদায় নিলেও অধিনায়ক টেম্বা বাভুমা ক্রিজে টিকে ছিলেন। সাবলীল ব্যাটিংয়ে দলকে কক্ষপথেই রেখেছিলেন বাভুমা। তবে দলের ৯৬ রানের মাথায় ৭৮ বলে ৪০ রান করে বাভুমা আউট হলেই জমে যায় খেলা। এরপর মাত্র ৩ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ফেরে পাকিস্তান। শেষ দিকে ৯ম উইকেটে জুটি গড়েন মার্কো ইয়ানসেন এবং কাগিসো রাবাদা। দুজনের ব্যাটিং দৃঢ়তায় আশা দেখতে থাকে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানও চেষ্টা চালিয়ে গেছে। দুই দলের দারুণ লড়াইয়ে দারুণভাবে জমে যায় খেলা। ক্রিজে যেন আঠার মত লেগে গিয়েছিলেন ইয়ানসেন এবং রাবাদা। দুজনের ব্যাটিং বীরত্বে ম্যাচ জেতার খুবই কাছে চলে যায় দক্ষিণ আফ্রিকা। বেশি উজ্জ্বল ছিলেন রাবাদা। শেষ দিকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন ইয়ানসেন। ২৬ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন রাবাদা। অন্যদিকে ইয়ানসেন টিকে ছিলেন ২৪ বলে ১৬ রান করে। ২ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে ৬ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। ১টি করে উইকেট শিকার করেন খুররাম শাহজাদ এবং নাসিম শাহ। দক্ষিণ আফ্রিকার এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW