এই মৌসুমে আর্সেনালের প্রাণভোমরাই ছিলেন বুকায়ো সাকা। দুর্ভাগ্য হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দুই মাসের বেশি সময়ের জন্য ছিটকে গেছেন। তাকে ছাড়া মাঠে খেলতে নেমে অবশ্য হতাশ করেনি দল। ইপসউইচকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তারা দুইয়ে উঠে এসেছে। তাতে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৬-এ নামিয়ে এনেছে গানাররা। পুরো ম্যাচেই আধিপত্য ছিল আর্সেনালের। শুরুর দিকে বল দখলে ছিল ৮৩.৫ শতাংশ। কিন্তু নিজেদের অর্ধে থাকা ইপসউইচ হতাশ করে গেছে তাদের। ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ২৩ মিনিটে। ট্রসার্ডের লো ক্রস থেকে স্কোর করেন কাই হাভার্টজ। তার পর জেসুসও বুদ্ধিদীপ্ত এক কৌশলে জালে বল পাঠিয়েছিলেন। সেটা শেষ পর্যন্ত বাতিল হয় অফসাইডে। বিরতির পর গানারদের সুযোগ ছিল ম্যাচটা আরও স্বস্তিতে শেষ করার। কিন্তু ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়েল সুযোগ পেয়েও বল মারেন লক্ষ্যের বাইরে। হাভার্টজ নিজেও দ্বিতীয় গোলের সুযোগ নষ্ট করেছেন। ট্রসার্ড হেড করলেও সেটিতে সংযোগ ঘটাতে পারেননি এই জার্মান।