শীতের আগমনে জমে ওঠেছে সেনবাগের কাবাব হাউজ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ১০:৫৮ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
শীতের আগমনে জমে ওঠেছে সেনবাগের কাবাব হাউজ

 শীতের আগমনের সঙ্গে সঙ্গে জমে উঠেছে সেনবাগের ঢুলি বাড়ি কাবাব হাউজ। উপজেলার ডমুরুয়া ইউপির সাতবাড়িয়া (ফকিরহাট) রাস্তার পাশ্বে বিশেষ ভাবে বানানো কাবার ঘর গুলোতে প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত শিশু-নারী-পুরুষ সহ সকল শ্রেনী পেশার মানুষের পদভারে মুখরিত হচ্ছে প্রতিনিয়ত। ঢুলি বাড়ি কাবাব হাউজের মুখোরোচক খাবারে সুনাম চারিদিকে ছড়িয়ে পড়লে সেনবাগ সহ পাশ্ববর্তী জেলা কুমিল্লার লাঙ্গলকোট,ফেনী, কোম্পানীগঞ্জ, বসুরহাট, কবিরহাট,সুবর্নচর, নোয়াখালী সদর থেকে প্রাইভেট,মাইক্রো,মোটরসাইকেল,সিএনজি ও অটোরিকশা যোগে দলে দলে পরিবারে সদস্যদের নিয়ে ঢুলি বাড়িতে উপস্থিত হচ্ছে ঢুলি বাড়ির রান্নার রসনার সাদ গ্রহনের জন্য। এখানে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড এবং বয়স্ক কিশোর ও যুবক-,যবতীদের জন্য সেল্পিষ্টান্ড,সহ নারীদের জন্য রয়েছে মনোরম পরিবেশে গুরাগুরির ব্যবস্থা। এছাড়াও দূরদরান্ত থেকে আগতদের জন্য রয়েছে পর্যন্ত নিরাপত্তা ও গাড়ী পার্কিংয়ের রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা । এখানে খাবারের তালিকার  রয়েছে স্পেশাল হাঁস, মুরগী, পোলাও, বারভি কউ, মাছ, পরাটা সহ নানা ধরণের খাবারের ব্যবস্থা। প্রতিষ্ঠানটির ৫বছর ফুর্তিতে গ্রাহতদের জন্য১ ডিসেম্বর থেকে মাস ব্যাপী থাকবে স্বল্পমূল্যের ফ্যামিলি অপার প্রতিক্রয়া জানান, কুমিল্লার গিয়াস উদ্দিন, সেনবাগের মিলন ও আবদুল্লাহ আল মামুন এবং কাবাব হাউজের মালিক মোঃ সালা উদ্দিন রিপন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে