চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে কিশোরগঞ্জের কৃতি সন্তান সাঈদ বিন হাবিব নির্বাচিত হওয়ায় নিজ জেলায় মিষ্টি বিতরণ করা হয়েছে। সাঈদের বিজয়ের সংবাদে উচ্চসিত প্রশংসায় পঞ্চমুখ কিশোরগঞ্জের হয়বতনগর এ. ইউ. কামিল মাদরাসায়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা। এসময় শিক্ষক শিক্ষার্থীরা বলেন, সাঈদের এই অর্জন শুধু তার নিজের নয়, পুরো কিশোরগঞ্জের।
হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক বলেন, সাঈদ বিন হাবিব আমাদের প্রতিষ্ঠানের গর্ব। ছাত্রজীবন থেকেই তিনি মেধাবী, বিনয়ী এবং নেতৃত্বগুণে উজ্জ্বল ছিলেন। তার এই অর্জন আমাদের সবার জন্য অনুপ্রেরণা।
ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলার সভাপতি হাসান আল মামুন বলেন, সাঈদ বিন হাবিব কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক জনশক্তি। তার এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা চাই, কিশোরগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিতভাবে অনুষ্ঠিত হোক।
মাদরাসার শিক্ষার্থী হাবিবউল্লাহ ও সুমন বলেন, আমাদের মাদরাসার শিক্ষার্থী সাঈদ চাকসুর মতো বড় প্ল্যাটফর্মে জিএস নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। এটি প্রমাণ করে, মাদরাসার শিক্ষার্থীরাও এখন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে।
হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার এলামনাই এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য মো:আমিনুল হক সাদী বলেন, কিশোরগঞ্জের সন্তানেরা কিশোর নন তারা এখন জাতীয় সন্তান। এটার প্রমাণ দিয়েছে সাঈদের সাফল্যে। তারঁ এই সাফল্যে হয়বত নগর কামিল মাদরাসাসহ কিশোরগঞ্জবাসী আন্দোলিত। সাঈদ আমাদের হয়বত নগর মাদরাসার গর্বিত এলামনাই।
কিশোরগঞ্জের স্বনামধন্য ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত এলামনাই এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ মুসলেহ উদ্দিন ও সাধারণ সম্পাদক ড. মুজাহিদুল ইসলাম বলেন, আমাদের নন্দিত এলামনাইয়ের গর্বিত বিজয়ে অভিনন্দন জানাই।
উল্লেখ্য কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সগড়া গ্রামের মেধাবী সন্তান সাঈদ বিন হাবিব হয়বতনগর এ. ইউ. কামিল মাদরাসা থেকে ২০১৭ সালে এসএসসি (দাখিল) ও ২০১৯ সালে এইচএসসি (আলিম) পাস করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে (২০১৯-২০ সেশন) ভর্তি হন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছর ইতিহাস বিভাগ থেকে ৩.৬৮ সিজিপিএ নিয়ে স্নাতক শেষ করেন।
বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে সাঈদ বিন হাবিব ৭ হাজার ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের শাফায়াত পেয়েছেন ২ হাজার ৪৩৩ ভোট।