রাকসু নির্বাচনের ভোট চলা অবস্থায় রাবিতে অস্ত্র বিলি’র বিষয়ে যা বলল আরএমপি

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৪:৪৪ পিএম
রাকসু নির্বাচনের ভোট চলা অবস্থায় রাবিতে অস্ত্র বিলি’র বিষয়ে যা বলল আরএমপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এর মধ্যে অস্ত্র বিলি’ করছে এমন একটি একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল করা হয়। বৃস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রশিবিরের কর্মীরা ক্যাম্পাসে ‘অস্ত্র বিলি’ করছে বলে অভিযোগ তুলে একটি ভিডিও শেয়ার করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে জামায়াত শিবিরের লোকজন।’ এ বিষয়ে জানতে চাইলে রাহী সাংবাদিকদের বলেন, ‘ভোটগ্রহণের পর এ বিষয়ে মন্তব্য করব।’ তবে রাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনের ‘সুষ্ঠু পরিবেশ’ নষ্ট করার জন্য এমন গুজব ছড়ানো হচ্ছে। তার ভাষায়, ‘ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটিতে স্পষ্ট কাউকেই বোঝা যাচ্ছে না। সেখানে কে বা কারা রয়েছেন এবং কী করছেন তাও স্পষ্ট নয়। এগুলো বলে তারা মূলত গুজব ছড়ানোর অপচেষ্টা করছেন।’  ছাত্রদল গুজব ছড়িয়ে ভোটগ্রহণের ‘সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চাইছেন বলেও পালটা অভিযোগ করেন তিনি। ফয়সাল বলেন, ‘পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি করে ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা করা হচ্ছে।’ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে ‘গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে’ বলে জানিয়েছে রাজাশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এদিন দুপুর ২টা ১৬ মিনিটে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আরএমপি বলেছে-  ‘অদ্য ১৬/১০/২০২৫ তাং রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার একটি বাগানের ভেতর কিছু লোক দাঁড়িয়ে কিছু করছে- এরকম অস্পষ্ট দূর থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলা হয়েছে ‘একটি রাজনৈতিক দলের লোকজন বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীত পাশে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছে’। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে পুলিশ দ্রুত সেখানে গিয়ে দেখতে পায় যে, বিভিন্ন দলের সমর্থক স্থানীয় উৎসুক লোকজন বাগানের পায়ে হাঁটা পথে ঘোরাফেরা করছে, গাছের ছায়ায় আড্ডা দিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে। এর খুব নিকটেই পুলিশ, র‍্যাব এবং বিজিবি সদস্যদের অবস্থান। বাস্তবতা হচ্ছে- এ রকম একটি প্রকাশ্য স্থানে পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া কর্মীদের নাকের ডগায় অস্ত্র বিতরণ করা সম্ভব নয়। কোনো একটি মহল উৎসুক লোকজনের আড্ডা দেওয়া ও খাওয়ার বিষয়টি দূর থেকে ধারণ করে অস্ত্র বিতরণের নামে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতংক ছড়ানোর চেষ্টা করছে।  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে গুজব ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। মিথ্যা, বিভ্রান্তিকর এবং গুজবমূলক বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক এবং কমেন্ট করা ফৌজদারি অপরাধ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’ আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানও একই কথা জানান। তিনি বলেন, এরকম একটি ভিডিও আমাদের নজরে এসেছে। যেটি ফেসবুক থেকে ছড়ানো হয়েছে। আমাদের থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় গেছে; ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করে সেটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং একটি গুজব হিসেবে চিহ্নিত করেছে।
আপনার জেলার সংবাদ পড়তে