জুলাই সনদে স্বাক্ষরই ঐক্য নয়—জাতির সঙ্গে প্রতারণা: নাহিদ ইসলাম

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০১:২৩ পিএম
জুলাই সনদে স্বাক্ষরই ঐক্য নয়—জাতির সঙ্গে প্রতারণা: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।”

নাহিদ ইসলাম বলেন, “সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। কিছু মানুষ জাতীয় ঐক্য বলতে শুধু রাজনীতির দলের ঐক্য বোঝে। কিন্তু রাজনৈতিক ঐক্য হলো সকল শ্রেণিপেশা মানুষের মধ্যে ঐক্য। আজকেও জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করতে যাবে, এটা কোনো জাতীয় ঐক্য নয়।”

এনসিপির এ নেতা অভিযোগ তোলে বলেন, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন অবহেলা হচ্ছে। এ সময় জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্বের নাম ঘোষণা করেন তিনি। শ্রমিক শ্রেণির দীর্ঘদিনের বঞ্চনা দূর করে, তাদের ন্যায্য অধিকার ও রাজনৈতিক অংশীদারত্ব নিশ্চিতে জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে বলে জানান সংগঠনটির নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে