বিপিএল শুরু হয়েছে গতকাল সোমবার। আসরের প্রথম ২ দিনে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। তবে দ্বিতীয় দিনের দুটি ম্যাচের সূচিতে এসেছে খানিকটা পরিবর্তন। রাস্তার ট্রাফিকের কথা বিবেচনায় রেখে আজ মঙ্গলবারের দুই ম্যাচের সূচি দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর দেড়টায় আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায়। তবে ৩১ ডিসেম্বর একে তো বছরের শেষ দিন, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি রয়েছে রাজধানী ঢাকায়। এতে স্বাভাবিকের চেয়ে যান চলাচলে বেশি ব্যস্ততা থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়টি মাথায় রেখে ৩১ ডিসেম্বরের প্রথম ম্যাচ দুপুর দেড়টার পরিবর্তে দুপুর ১২টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টার পরিবর্তে বিকাল ৫টায় শুরু হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচে খুলনা টাইগার্স মুখোমুখি হবে চিটাগং কিংসের। এছাড়া বিকাল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এদিকে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে বলে এদিন মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিপিএলের টিকিট পাওয়া যাবে না। ৩১ ডিসেম্বর টিকিট কিনতে হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর সংলগ্ন মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্স থেকে। যদিও বিপিএলের উদ্বোধনী দিন টিকিট পাওয়া যাবে না মিরপুর স্টেডিয়ামে বা এর আশেপাশে। বিসিবি জানিয়েছে, সশরীরে টিকিট কিনতে হবে মধুমতি ব্যাংকের মিরপুর, মতিঝিল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গিরচর ও পল্টন স্কাউট বিল্ডিংয়ের ভিআইপি রোড শাখা থেকে। এছাড়া গো বিসিবি ক্রিকেট ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কেনা যাবে বলে জানিয়েছে বোর্ড। বিপিএলের একাদশ আসরের শুরুতেই অবশ্য টিকিট বিক্রি নিয়ে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে দর্শকদের। মাঠে বসে খেলা দেখতে চাওয়া সমর্থকদের বড় একটি অংশ মিরপুর স্টেডিয়ামে টিকিট কিনতে এসে ফিরে গেছেন খালি হাতেই। এ সময় অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। গত রোববার রাতে বিসিবি ও বিপিএলের অফিসিয়াল পেইজ থেকে জানানো হয়, ৩০ ডিসেম্বর থেকে বিপিএলের টিকেট অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখাতেই শুধুমাত্র বিক্রি হবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন কোন বুথে টিকেট বিক্রি হবে না। সকল ক্রিকেট প্রেমীদের বিপিএল উন্মাদনায় জানাই স্বাগতম।