চট্রগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৯ মাস রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, কিন্তু কোন আওয়ামীলীগের বড় নেতা যুদ্ধ করে নাই। দেশ থেকে পালিয়ে গিয়েছিল। তারা এখন মুক্তিযুদ্ধের কথা বলে। গত ২৯ নভেম্বর শুক্রবার রাত ৯ টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ঘুঘুরাতলী মোড়ে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, আওয়ামীলীগ উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত লুটপাট করে পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে মাত্র ২০ দিনের আন্দোলনে দেশ থেকে পালিয়ে গেছে। সারাদেশে গুম খুন করে ত্রাসের রাজত্ব করেছিল। মিথ্যা মামলা দিয়ে সারাদেশের সকল বিরোধী মতের নেতা কর্মীদের হয়রানী করে জেলে পাঠিয়েছিল। নেতাকর্মীরা বাঁশঝাড়ে থেকে সকল নির্যাতন সহ্য করেও পালিয়ে যায় নাই। দেশের ভালবাসার টানে দেশেই থেকেছে। কিন্তু খুনী ফ্যাসিস্ট হাসিনা ভারতের প্রেমে পড়ে পালিয়ে গেছে। তাকে আর এমনি এমনি দেশে আসতে দেয়া হবেনা। তাকে ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। প্রধান অতিথি আওয়ামীলীগের নেতা কর্মীদের উদ্দ্যেশে আরো বলেন, গর্তে ঢুকেছেন, গর্তেই থাকেন। বের হবার চেষ্টা করিয়েন না, বের হলেই সারাদেশের নির্যাতিত নেতাকর্মীরা ছেড়ে দিবেনা। বিএনপি নেতা ওমর ফারুক বাদশা ও আকতার হোসেনের সঞ্চালোচনায় উক্ত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ মজিবর রহমান শাহ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও চিরিরবন্দর প্রেসক্লাবের সদস্য মোঃ নুরে আলম সিদ্দীকি নয়ন, দিনাজপুর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডঃ আ ন ম হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য ও চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন হামদু, মোঃ নুর আলম সরকার দুলু, সহকারী অধ্যাপক মেছবাহুল ইসলাম, রেজাউল হক মানিক, ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ, ইউপি চেয়ারম্যান আজগার আলী, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রেজওয়ানুল হক বাবু, কবির হোসেন, আবু সাঈদ মোল্লা, যুবদলের মঞ্জুরুল হক, স্বেচ্ছাসেবক দলের সৈয়দ খালেদ হোসেন, ছাত্রদলের জিহাদ,আব্দুল মান্নান, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল, ইউনিয়ন বিএনপির ইয়াকুব আলী প্রমূখ বক্তব্য রাখেন। জনসভায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ সকল ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।