শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, রাতেই শুরু ফ্লাইট চলাচল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:২৭ পিএম
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, রাতেই শুরু ফ্লাইট চলাচল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হওয়া আগুন সন্ধ্যার মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, রাত ৯টা থেকে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সরাসরি বিমানবন্দরে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এ সময় সেনা, নৌ, বিমানবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা যৌথভাবে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেন।

তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মীরা। কার্গো ভিলেজের বিভিন্ন গুদামে থাকা শত শত টন মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কুরিয়ারের মাস্টার ইয়ার কোম্পানির সিএনএফ এজেন্ট মো. রোকন মিয়া বলেন, “প্রতিদিন টন টন মাল আসে এখানে। আগুনে ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হলো। স্কাই ক্যাপিটালের গুদামে কেমিক্যাল, ফেব্রিক ও মেশিনারিজের মাল ছিল।” 

তামিম এক্সপ্রেস লিমিটেডের পরিচালক সুলতান আহমেদ জানান, “আমাদের আড়াই টন গার্মেন্টস পণ্য নামানো হয়েছিল দুপুরে, সব পুড়ে গেছে নিশ্চিত। বাটন, জিপার, ফেব্রিকসসহ বিভিন্ন আইটেমের মাল ছিল।” 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

এদিকে, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় এক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, এসব ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, “কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।”

সরকার আরও জানায়, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।  

আপনার জেলার সংবাদ পড়তে