সৈয়দপুর জেলা মহিলা দলের সভাপতি সম্পাদককে কারণ দর্শানো নোটিশ

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ০৫:২২ পিএম
সৈয়দপুর জেলা মহিলা দলের সভাপতি সম্পাদককে কারণ দর্শানো নোটিশ

নীলফামারীর সৈয়দপুর জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য রওনক জাহান রেনু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রুপা হোসেন এর মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব চলে আসছে। ওই দ্বন্দ্বকে কেন্দ্র করে ১৮ অক্টোবর রাতে জেলা বিএনপির কার্যালয়ে উভয়ের মধ্যে তর্ক বাঁধে। এক পর্যায় সেখানে উপস্থিত অন্যান্য নেতা কর্মীরা তাদেরকে শান্ত করে।

পরে রাত প্রায় সাড়ে ১০ টার সময় সৈয়দপুর থানার পাশে উভয়ের সমর্থিত লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে জেলা মহিলা দলের সভাপতিসহ ৬ জন গুরুতর আহত হয়ে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি হয়।

দলীয় সূত্র জানায়,দীর্ঘদিন ধরে সৈয়দপুর জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু ও সাধারণ সম্পাদক রুপা হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। 

গত শনিবার রাতে রওনক জাহান বহিষ্কৃত এক নেত্রীকে নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। এ সময় সাধারণ সম্পাদক রুপা আপত্তি তুললে দুজনের মধ্যে তর্ক বাঁধে। পরে রওনক জাহান বাসায় ফেরার পথে সৈয়দপুর থানার পাশে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়।


এ বিষয়ে রওনক জাহান বলেন,রুপার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা ছিল না। কিন্তু সে পার্টি অফিসে আমার সঙ্গে খারাপ আচরণ করে। পরে আমি বাসায় ফেরার সময় তার লোকজন আমার ওপর হামলা চালায়।

অভিযোগের বিষয়ে রুপা হোসেন বলেন, সভাপতির বোন জাতীয় পার্টির ভোট করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু তিনি তাঁকে নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। আমি বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তর্ক শুরু করেন। পরে থানার পাশে আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়।  তাদের এ ধরনের আচরণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ১৯ অক্টোবর তাদেরকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। আগামি ১৫ দিনের মধ্যে চাওয়া হয়েছে জবাব। নোটিশের অনুলিপি দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহিন আক্তার স্বাক্ষরিত ওই কারণ দর্শানো নোটিশে বলা হয় উভয় নেত্রীর দলীয় সাংগঠনিক কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন,থানার পাশে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষ থানায় এসেছিল তবে এক পক্ষের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে