গজারিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৬:১৭ পিএম
গজারিয়ায়  বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ  করেন মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী দল বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আ , ক, ম মোজাম্মেল হক। 

 মঙ্গলবার  সকাল ১১ টা থেকে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে  বলুয়াকান্দি ইউনিয়ন ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণ সংযোগ কে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।  সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন উপস্থিতি নেতাকর্মীরা। 

এ সময়ে উপস্থিত ছিলেন,, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বোরহানউদ্দিন ভূঁইয়া, বলুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফ হোসেন মাস্টার, বালুয়া কান্দি ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায় মনির হোসেন,

 সহসভাপতি  জহুরুল হক খান রিটু, আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম

বিএনপি নেতা উজ্জল, আমিরুল ইসলাম,

 বালুয়াকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফুয়াদ মৃধা,বালুয়া কান্দি  ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নোমান বিল্লা বাবু সহ শত শত নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় নেতা আ ক ম মোজাম্মেল হক বলেন  যারা দলের জন্য কাজ করেছে, করবে ও সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে খুঁজে নেবে। আমরা দলের জন্য কাজ করি, অতীতেও দলের জন্য কাজ করে গিয়েছি। হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে কখনো পিছিয়ে যায়নি। সারা জীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। ধানের শীষ কে জয় করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে