ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছাড়াল, আক্রান্ত ৬১ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২১ অক্টোবর, ২০২৫, ০৬:৪৯ পিএম | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৬:৪৯ পিএম
ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছাড়াল, আক্রান্ত ৬১ হাজার ছাড়িয়েছে

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে মৃতের সংখ্যা ২৫৩ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (২১ অক্টোবর) প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া চারজনের তিনজন নারী ও একজন পুরুষ। তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং একজন বরিশাল বিভাগের বাইরে বসবাস করতেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৬০৫ জনে। এর মধ্যে ৫৮ হাজার ৫২১ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৮৩১ জন রোগী, যার মধ্যে ঢাকায় ৯৬৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৬৪ জন।

বিভাগভিত্তিক হিসেবে গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন, দক্ষিণ সিটিতে ১০৭ জন, আর সিটি করপোরেশনের বাইরে ১২৪ জন। বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ১২৬ জন, চট্টগ্রামে ১১৪ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৪০ জন, রংপুরে ৪১ জন এবং সিলেট বিভাগে ৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর সেপ্টেম্বর মাসে সর্বাধিক ১৫ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৭৬ জনের। অক্টোবরে ২১ তারিখ পর্যন্ত ভর্তি হয়েছেন ১৪ হাজার ৩৬৩ জন, মৃত্যু হয়েছে ৫৫ জনের। জুলাইয়ে ভর্তি হয়েছিলেন ১০ হাজার ৬৮৪ জন, মৃত্যু হয়েছিল ৪১ জনের।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন সারা বছরব্যাপী চলমান একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি শুরু হলে রোগের প্রকোপ বেড়ে যায়। চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু হাসপাতাল প্রস্তুত রাখলেই হবে না, মশা দমন ও জনসচেতনতা বাড়াতে হবে। প্রতিটি এলাকায় সমন্বিত উদ্যোগ জরুরি।”

কীটতত্ত্ববিদ মনজুর চৌধুরী মনে করেন, “জরিপ, দক্ষ জনবল এবং বৈজ্ঞানিকভাবে পরিচালিত ব্যবস্থা ছাড়া মশানিধনে স্থায়ী সাফল্য সম্ভব নয়।”

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

আপনার জেলার সংবাদ পড়তে