হবিগঞ্জের মাধবপুরে কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে শীতকালিন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে আনুষ্টানিক ভাবে বিতরণ কার্যক্রমমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম। কৃষি কর্মকর্তা সজিব সরকারের সভাপতিত্বে বিতরণ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিঠুন লাল সরকার, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহম্মদ ,মৎস কর্মকর্তা আবু আসাদ মোঃ ফরিদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা সিরাজুল ইসলাম তানজিল, বাবলু, সহকারি কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। উপজেলার ১২৮৫জন কৃষকের মধ্যে এ সার ও বীজ বিতরণ করা হয়।