দৌলতপুরে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:১৫ পিএম
দৌলতপুরে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের দিঘলকান্দি মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

সে একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।স্থানীয়রা জানায়, আনোয়ার হোসেন তার সন্তান কে সাথে নিয়ে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে সে পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। 

এসময় তার ছেলে দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে জানালে বাড়ির লোকজন ও এলাকাবাসী ডুবন্ত অবস্থায় পুকুর থেকে আনোয়ার হোসেনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 নামে স্থানীয় একজন প্রতিবেশী বলেন, মৃগী রোগে আক্রান্ত আনোয়ার হোসেন বাড়ির পাশে পুকুরে জাল পেতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। মৃগী রোগে আক্রান্ত ব্যক্তিরা পানি ও আগুন দেখলে এ রোগ বৃদ্ধি পাই বলেও তিনি উল্লেখ করেন।