কালীগঞ্জে ছাত্র শিবিরের সভা ও দোয়া মাহফিল

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৪:৪২ পিএম
কালীগঞ্জে ছাত্র শিবিরের সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৮অক্টোবর ‘পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কালীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ঈশা খাঁনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি হাফেজ সোহাগ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আরিফ হোসেন।

প্রধান অতিথি বলেন, ১৯৭৭ সাল থেকে ইসলামী ছাত্র শিবির এই দেশের মাটিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই পথচলার অসংখ্য দায়িত্বশীল ভাই শাহাদাত বরণ করেছেন। বিশেষ করে ২০০৬ সালের ২৮ অক্টোবর যারা শহীদ হয়েছিলেন তাদের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে আমাদের ধৈর্য ও আনুগত্যের সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাওলানা সাবরুস সোবহান, আব্দুল জলিল ও শফিকুল ইসলাম শিমুল।

সভাপতির বক্তব্যে ঈশা খাঁন বলেন,২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ যে পথ হয়েছিল ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই পথ ফিরে পেয়েছে। ইসলামী ছাত্রশিবির বাংলাদেশে আর কোনো ২৮ অক্টোবরের পুনরাবৃত্তি হতে দেবে না।