হার দিয়ে বিপিএল শুরু ঢাকার, রংপুরের বড় জয়

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৪:১০ এএম : | আপডেট: ১৭ মার্চ, ২০২৫, ০৭:৩৩ পিএম
হার দিয়ে বিপিএল শুরু ঢাকার, রংপুরের বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যাত্রার শুরুটা সুখকর হলো না ঢাকা ক্যাপিটালসের। হার দিয়েই আসর শুরু করেছে শাকিব খানের মালিকানাধীন দল। উদ্বোধনী দিনে রংপুর রাইডার্সের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। সোমবার মিরপুরে রংপুরের কাছে ৪০ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস। এ দিন আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯২ রানের পুঁজি পায় গ্লোবাল লিগ চ্যাম্পিয়নরা। যা তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস। দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ১৯৭ রান করেও জিততে পারেনি ফরচুন বরিশালের সাথে। তবে দ্বিতীয় ম্যাচে রংপুর ঠিকই জয় তুলে নেয় শেখ মেহেদীর সৌজন্যে। প্রথম চার উইকেটের সবগুলো একাই নেন তিনি। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে ঢাকা। তানজিদ হাসান ও লিটন দাসের ওপেনিং জুটি থেকে আসে ৬৫ রান। ২১ বলে ৩০ করে তানজিদ ফিরলে ভাঙে জুটি। এর পরই ব্যাটিং ধস নামে ঢাকার। ১০০-এর আগেই ৫ উইকেট হারায় তারা। বিদায় নেন লিটন দাস (৩১), হাবিবুর রহমান (৬) ফরমানউল্লাহ (১)। ১৭ রানের বেশি করতে পারেননি স্টিফেন ইস্কিনজাই ও থিসারা পেরেরা। শেষ দিকে মুকিদুল ইসলামের ১৮ ও নাজমুল অপুর ১২ রান কেবল ব্যবধান কমায়। এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাইফ হাসানের ৩৩ বলে ৪০, ইফতেখার আহমেদের ৩৮ বলে ৪৯ রানে বড় সংগ্রহের পথ পায় রংপুর। যেই পথে দলকে এগিয়ে দেন খুশদিল শাহ ও নুরুল হাসান সোহান। খুশদিল ২৩ বলে ৪৬ ও সোহান করেন ১১ বলে ২৫ রান। ৩ উইকেট নেন আলাউদ্দিন বাবু, জোড়া উইকেট নেন মুকিদুল ইসলাম।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW