আন্দোলনের কারণেই ফ্যাসিবাদের পতন হয়েছে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ১২:৪৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
আন্দোলনের কারণেই ফ্যাসিবাদের পতন হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন কারার মাহতাব উদ্দিন স্কুল মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনটি গত শুক্রবার সন্ধ্যার দিকে প্রধান অতিথি হিসেবে বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ছাত্র জনতার আন্দোলনের কারণেই ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। তিনি বলেন,  গত সাড়ে ১৫ বছর আমরা স্বাধীন ভাবে কোন কথা বলতে পারেনি। ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে আজ আমরা এই জায়গায় ও সর্বস্তরের স্বাধীন ভাবে কথা বলা, সভা-সমাবেশ সহ বিভিন্ন কাজ করতে পারছি। ফ্যাসিবাদ সরকার বিএনপির নেতাকর্মীদের গুম, হত্যা, দুর্নীতি সহ বিভিন্ন কাজে লিপ্ত ছিল। ৫৩ বছর পর কোন সরকারের মন্ত্রী, এমপি পালিয়ে গেছে এমন নজির ছিল না। তারা সেই নজির সৃষ্টি করেছেন। তিনি আরও বলেন, অর্ন্তবর্তীকালীন সরকার যদি নির্বাচন দিতে দেরী করে তাহলে সব দল মিলে আন্দোলনে নামতে হবে। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসমাইল মিয়া, নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট বদরুল মোমেন মিঠু, বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বাবু তাপস সাহা অপু। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আলী হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, হাসিম মাস্টারের পক্ষে উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম।   

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে